চট্টগ্রাম মহানগর,চান্দগাঁও প্রতিনিধিঃ- চট্টগ্রাম মহানগর, মোহরা ৫নং ওয়ার্ডের ওয়াসা মাঠে P.L.M কতৃক আয়োজিত প্রথম রাত্রিকালীন শর্টপিস ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় গত ৯ মার্চ৷
উক্ত খেলার উদ্ভোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার প্রধান উপদেষ্টা মোঃনাছির উদ্দীন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাওন আরাফাত,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী মটর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মঈন উদ্দীন রাশেদ,বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অনিক বড়ুয়া, মোহরা এলাকার বিশিষ্ট ক্রিড়াবিদ ও সমাজ সেবক মোঃরোকন প্রমুখ।
উদ্ভোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার প্রধান উপদেষ্টা মোঃ নাসির উদ্দীন বলেন “বর্তমান সময়ে ছাত্র ও যুব সমাজ কে সন্ত্রাস ও মাদক মুক্ত করতে খেলা-ধূলার ভূমিকা অপরিহার্য । এক মাত্র ক্রীড়া প্রতিযোগিতাই পারে বর্তমান ছাত্র সমাজ ও যুব সমাজ কে সন্ত্রাস ও মাদক মুক্ত রাখতে।”
তিনি আশা ব্যাক্ত করেন, প্রতিবছর এই ধরনের খেলা যেন অনুষ্ঠিত হয়। তিনি আয়োজকদের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে তার বক্তব্য শেষ করেন।