নীলফামারী জেলা প্রতিনিধি ঃ আগামি ২৬ শে মার্চ চালু হচ্ছে ঢাকা-শিলিগুড়ি ট্রেন চলাচল।ফলে ঢাকা হতে সহজেই যাওয়া যাবে দার্জিলিং ও সিকিম। নীলফামারীর চিলাহাটি বর্ডার হয়ে ভারতের হলদিবাড়ি হয়ে টৃেনটি নিউ জলপাইগুড়ি হয়ে জলপাইগুড়ি টাউন পর্যন্ত চলাচল করবে। জলপাইগুড়ি হয়ে খুব সহজেই সিকিম যাওয়া যায়। আবার ভারতীয় পর্যটকেরা সহজেই বাংলাদেশের রাজধানী ঢাকায় আসতে পারবেন। দুই দেশের পর্যটকের জন্যই এটা একটি দারুণ খবর।
ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে- মঙ্গল ও শুক্রবার রাত ১ টায়।
শিলিগুড়ি থেকে ছাড়বে- সোম ও বৃহস্পতিবার দুপুর ২ টায়।
যাত্রাপথে সময় লাগবে ৯ ঘন্টা। আর ভাড়া শুরু- ১২০০ থেকে শুরু।