ডুয়েট প্রতিনিধিঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এর সকল পরীক্ষা বাতিল করে এক বিজ্ঞপ্তি দিয়েছে ডুয়েট প্রশাসন। গতকাল (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী’র অনলাইন ব্রিফিং এ দেয়া নির্দেশনা বিষয়ে আজ (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ডুয়েট প্রশাসন একটি জরুরী বৈঠক করে। বৈঠক শেষে সকল সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ২৪/০২/২০২১ খ্রি. তারিখ হতে অনুষ্ঠেয় আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের চলতি সেমিস্টারের পরীক্ষা সমূহ এবং আগামী ২৩/০২/২০২১ খ্রি. তারিখ হতে অনুষ্ঠেয় পোস্টগ্রাজুয়েট প্রোগ্রামের চলতি সেমিস্টারের পরীক্ষাসমূহ ও অন্যান্য সকল ধরনের একাডেমিক পরীক্ষা স্থগিত করা হলো।
পরবর্তী সেমিস্টার এর ক্লাস সমূহ আগামী ২৮/০২/২০২১ খ্রি তারিখ থেকে অনলাইন ভিত্তিতে চালু হবে।
আগামী ১৭/০৫/২০২১ খ্রিস্টাব্দ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের হল সমূহ খুলে দেয়া হবে এবং আগামী ২৪/০৫/২০২১ খ্রিস্টাব্দ তারিখ থেকে শ্রেণিকক্ষে সরাসরি শিক্ষা কার্যক্রম শুরু হবে।
পূর্বের রুটিন অনুযায়ী আগামী ২৪/০২/২০২১ ইং তারিখে রিভিউ ও ০৩/০৩/২০২১ ইং থেকে চলতে সেমিস্টারের নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
গতকাল (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রীর ব্রিফিং এর পর এক শিক্ষার্থী ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালককে কল দিলে তিনি জানান,”সরকারের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। তবুও আগামীকাল সকাল ১০ টায় মিটিং আছে। তোমরা অপেক্ষা করো।”