ডূয়েট প্রতিনিধিঃ করোনা মহামারির কারনে ২০১৯ সালের ১৬ই মার্চ হতে বন্ধ আছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এতে ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম।দেশের সকল সরকারি প্রতিষ্ঠান চালু হলে ও বন্ধ আছে শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান।
এমতাবস্থায় একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে শিক্ষকেরা কি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা আদোও ভাবছেন এ নিয়ে সংকোচ প্রকাশ এবং একই সাথে শিক্ষার্থীদের করোনা ভ্যাক্সিন দিয়ে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করার দাবী জানান বাংলাদেশ ছাত্রলীগ ,ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাইবুর রহমান।
এ নিয়ে তিনি ফেইসবুকে (শিক্ষার্থীদের ভ্যাক্সিন দিয়ে শিক্ষা কার্যক্রম পুরোদমে চালুকরা হোক) শিরোনামে একটি স্ট্যাটাস দেন ।তা নিচে হুবহু তুলে ধরা হল:
বাংলাদেশে এমন কোন শিক্ষাবিদ কি আছেন যিনি
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন?
শিক্ষার্থীদের মনের চাওয়া বুঝতে পারেন?
আমরা চাই বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এমন উপাচার্য, যাঁরা শিক্ষার্থীদের উপর কোন আঘাত আসার আগে দুই হাত প্রসারিত করে নিজের বক্ষ পেতে দিবেন।
কিন্তু বাস্তবতা ভিন্ন কারন শিক্ষার্থীরা মনে করে পিতামাতার পরে শিক্ষকদের স্থান আর আপনারা মনে করেন এতগুলো সন্তানের দায়িত্ব কিভাবে নিব।
সরকার কি সিদ্ধান্ত দেয় সেটা তাদের ব্যাপার।
কিন্তু আপনারা শিক্ষার্থীদের শিক্ষাজীবন দ্রুত শেষকরার ব্যাপারে গঠনমূলক প্রস্তাবনা সরকারের কাছে উপস্থাপন করতে পারতেন।
করোনা ভাইরাসের ভ্যাকসিন গতমাসের ২১ জানুয়ারি বাংলাদেশে এসেছে আর আজ ২১ ফেব্রুয়ারী।
শিক্ষার্থীদের কথা আর কেউ চিন্তা করুক বা নাই করুক অন্ততপক্ষে আপনারা বিশ্ববিদ্যালয়ের সকল উপাচার্যরা একটা প্রস্তাবনা দিতে পারতেন সরকারের কাছেঃ #শিক্ষার্থীদের_ভ্যাকসিন_দিয়ে_শিক্ষা_কার্যক্রম_পুরোদমে_চালুকরা_হোক