গত ১৪/০২/২০২১ ইং তারিখে রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা পৌরসভা নির্বাচনে পবা থানাধীন তেঘর সরকারী মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহন শেষে ভোট বাক্স উপজেলা নির্বাচন অফিসে নিয়ে যাওয়ার পথে পুলিশের উপর অর্তকিত হামলা করে একদল সন্ত্রাসী। নির্বাচন সহিংসতার জেরে হটাত কতিপয় সন্ত্রাসীরা রাস্তায় ইটের বেরিকেড দিয়ে, রাস্তার দুপাশে অগ্নিসংযোগ করে এলোপাতাড়ি ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশের উপর। ঘটনাস্থলে পুলিশ সদস্য জনি সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। পরবর্তীতে আহত সকল পুলিশ সদস্যদের রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসার জন্য আনা হয়। আহত পুলিশ সদস্য জনি জানায় তিনি গুরুতর ভাবে তার হাতে আঘাত পেয়েছেন। এতে তার এক হাতের বৃদ্ধা আংগুল ভেংগে যায়। তার হাতের অবস্থা আশংকাজনক। তিনি এখন নিজ বাসায় বিশ্রামে আছেন।তারপরেও তিনি বলেছেন আহত অবস্থাতেও তিনি দেশ ও জনগণের পাশে থাকতে চান। তিনি বলেন পুলিশ জনতার সেবক। আমি আমার শেষ নিঃশ্বাস থাকা অব্দি দেশ ও জনতার সেবায় নিজের প্রাণ বিসর্জন দিবো। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য। এমন উদারতার প্রমান খুব কম মানুষ-ই দিয়ে থাকেন। স্যালুট আপনাকে জনি। এভাবেই দেশ ও জনতার পাশে থাকবেন। আল্লাহ এমন দায়িত্বশীল দেশপ্রেমী পুলিশ সদস্যদের মঙ্গল করুক।