পবিপ্রবি প্রতিনিধিঃ মায়ের ভাষায় কথা বলে যে তৃপ্তিটা পাওয়া যায় এর সাথে কোনো কিছু তুলনীয় নয়। আমরা বাঙালি জাতি যে ভাষার অধিকারের আদায়ের জন্য ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি রাজপথে রক্ত দিয়েছিলাম। রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা আরো কতজনের বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিলো বাংলা ভাষার অধিকার। কালের পরিক্রমায় দিনটি আজ মর্যাদা পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের।
বাংলা ভাষাও এগিয়েছে তার নিজস্ব গতিতে। বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় ২৬ কোটি ৫০ লাখেরও বেশি। যেটি সারাবিশ্বে যত ভাষায় মানুষ কথা বলে তার মধ্যে পঞ্চম। বাংলা ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। তবু অনেকক্ষেত্রে বাংলা ভাষার অপব্যবহার লক্ষ্য করা যায়। যেটা কখনোই কাম্য নয়।
বাংলা ভাষার ব্যবহারে আমরা আরো যত্নবান হবো। প্রিয় এই ভাষার যেন কোনোভাবেই অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখবো। যে ভাষার মাধ্যমে আমরা কথা বলা শিখেছি সেই ভাষার যেন কোনোভাবেই অমর্যাদা না হয়। ২১ শে ফেব্রুয়ারিতে এটাই হোক প্রতিজ্ঞা।