কোম্পানীগঞ্জ প্রতিনিধি(সিলেট)ঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ফরিদ উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলা সহ বিশেষ করে ৫নং উত্তর রনিখাই ইউনিয়ন বাসিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানান।
চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন ১৯৫২ সালে রাষ্ট্র ভাষা বাংলা চাই বলে স্লোগানে মুখরিত ছিলেন বাংলার ছাত্র জনতা, রাষ্ট্র ভাষা উর্ধু বাতিল করে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা সৃকৃতি দেওয়ার জন্য অসযোগ আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয় সালাম, বরকত, রফিক, জব্বার শফিউল আলম সহ অনেক শহীদ গণ। যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পেয়েছেন রাষ্ট্র ভাষা বাংলা। সেই সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। রাষ্ট্রীয়ভাবে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের পাশাপাশি সর্বস্থরের জনসাধারণ কে এই দিবস যথাযথ ভাবে পালনের জন্য অনুরুধ জানিয়েছেন চেয়ারম্যান ফরিদ উদ্দিন।