ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, কক্সবাজারের গর্ব ও অহংকার, বরইতলীর কৃতী সন্তান আনোয়ার হোসেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নবগঠিত কমিটির উপ পাঠাগার সম্পাদক নির্বাচিত হওয়াই বরইতলী ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে বিশাল গাড়ি বহর, আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাড়ি বহরটি নতুন রাস্তার মাথা থেকে পেকুয়া মগনামা সড়ক হয়ে পহরচাদা, শান্তিরবাজার, পরিষদ, রসুলাবাদ, হারবাং এবং একতাবাজার পেট্রোল পাম্পে এসে শেষ হয়। মিছিলোত্তর সমাবেশে উপস্থিত ছিলেন বরইতলী ইউনিয়নের ছাত্রলীগ নেতা আমির হামজা নিশান,যুগ্ম আহবায়ক আবদুল করিম, গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক তানবিরুল ইসলাম মুকিম, হৃদয়, ইলিয়াস, রাকিব,শরীফ,মাসুম, আলী হোসাইন, মোফিজ,জিয়াদ,দয়ান, নওশাদ সহ আরো অনেকে