জুড়ী(মৌলভীবাজার) প্রতিনিধিঃ- ৮-জানুয়ারী ২০২১-ইং সন্ধ্যা ৬-ঘটিকার সময় মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা বাজারে বনিক সমিতির নির্বাচন উপলক্ষে ফুলতলা বাজার বনিক সমিতি’র নির্বাচন-২১ এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ এর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ এর পরিচালনায় বক্তব্য রাখেন ফুলতলা ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি কাঞ্চন চক্রবর্তী, বনিক সমিতির বিদায়ী সভাপতি তাজুল ইসলাম, সম্পাদক জামাল উদ্দিন শেলিম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাহবুব আলম রওশন, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুস সামাদ, মন্তাজ আলী, মইনুল ইসলাম মখন, আব্দুল কুদ্দুস, সবুজ মিয়া, ব্যবসায়ি আব্দুল আলিম সেবুল, ডাঃ শওকত আলী, বদরুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুল বাছিত ছায়াদ প্রমুখ।
সভায় চেয়ারম্যান মাসুক আহমদ ২১ জানুয়ারি ২০২১ খ্রী ঃ নির্বাচনের তারিখ ঘোষণা করেন।