অনিন্দ্য বৈদ্য সানি,চীফ ব্যুরো চট্টগ্রামঃ- কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার অন্তর্গত পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আনিচপাড়া নিবাসী মরহুম টুনু মিয়ার ছেলে আব্দুর রহমান। আজ থেকে প্রায় ২০ বছর পূর্বে একটি তারকাটা বিদ্ব হয় তার পায়ে। সেই সময় থেকে তার জীবনে অমাবস্যার ঘনকালো অন্ধকার নেমে আসে।
আনিচপাড়া ও বিভিন্ন এলাকার মানবিক মানুষগণের সহায়তায় ঢাকা, চট্টগ্রামসহ অনেক জায়গায় তার চিকিৎসা করানো হয়েছে। তার আগে স্থানীয় ভাবে অনেক জায়গায় হাতুড়ে ডাক্তার বৈদ্যের অপচিকিৎসায় তার রোগ নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়।
বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতায় তার সুচিকিৎসা কঠিন হলেও হয়তো অসম্ভব নয়।
দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।
আমরা সবাই মিলে সম্মিলিত ভাবে উদ্যোগ নিলে হয়তো আব্দুর রহমান আবারো ফিরে পেতে পারে স্বাভাবিক জীবন।
তার পরিবারের সাথে কেউ চাইলে যোগাযোগ করতে পারেন।
আব্দুর রহমানের বড় ভাই আব্দু শুক্কুর
মোবাইল নং 01822722198