চীফ ব্যাুরো,কুমিল্লাঃ- কাশিনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বারী মিয়াজীর স্মরণে অশ্বদিয়া ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।
তিনি খুব সরল সাধারণ জীবনযাপন করতেন।মেম্বার দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি কাশিনগর বাজারে ব্যবসা করতেন।তার সুন্দর ব্যবহারে আজও তার ওয়ার্ডের সকল জনসাধারণ শ্রদ্ধার সাথে স্মরণ করে।তারই ফলস্বরূপ আজ শনিবার ২রা জানুয়ারি অশ্বদিয়া ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। আজ বিকাল ৪ টায় খেলাটি শুভ উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথিঃ জনাব শাহজালাল মজুমদার সাহেব।
চেয়ারম্যান ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদ ও আহ্বায়ক চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ।
বিশেষ অতিথিঃ ১/জনাব কাজী জাপর আহমেদ।চেয়ারম্যান গোলপাশা ইউনিয়ন পরিষদ।
২/জনাব জাফর ইকবাল সাহেব। চেয়াম্যান কনকাপৈত ইউনিয়ন।
৩/ আবুল কালাম আজাদ, সহ সভাপতি কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগ
৪/রফিকুল ইসলাম,সাধারন সম্পাদক কাশিনগর ইউনিয়ন আওয়ামিলীগ
৫/খোরশেদ আলম তালুকদার,সহ সভাপতি ১ নং কাশিনগর ইউনিয়ন আওয়ামিলীগ
৬/ জনাব নজির মাস্টার সাহেব।
৭/মিজানুর রহমান, বর্তমান মেম্বার ৬ নং ওয়ার্ড।
সভাপতিত্বে করবেনঃ আলহাজ্ব মোশারেফ হোসেন চেয়ারম্যান, ১নং কাশিনগর ইউনিয়ন পরিষদ।