পটিয়া উপজেলা প্রতিনিধি :পটিয়া-১২ সংসদ সদস্য মাননীয় হুইপ আলহাজ্ব শামশুল হক চৌধুরী করোনায় অসুস্থ । সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাহার পরিবার থেকে বিষয়টি নিশ্চিত করেন ।
পরিবারের পক্ষ থেকে ফেসবুক পোস্টে লেখা হয়, আমার পিতা জাতীয় সংসদের মাননীয় হুইপ Shamsul Hoque Chowdhury MP করোনা পজিটিভ। তিনি বর্তমানে চট্টগ্রাম শহরের বাড়িতে আইসোলেশনে আছেন। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। আপনারা সবাই আমার পিতার করোনা থেকে আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন। গত ২০ শে ডিসেম্বর বন্দর উপদেস্টা কমিটির সভায় অংশগ্রহনের পরে তিনি শারীরিক অসুস্থতা বোধ করতে থাকেন। ২৩ ডিসেম্বর রাতে করোনা পরীক্ষা করলে তার পজিটিভ আসে। করোনার মধ্যে যে কয়েকজন জনপ্রতিনিধি সার্বক্ষনিক জনগনের সেবায় মাঠে ছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম। পটিয়ায় তার ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৬৫০০০ মানুষের মাঝে ত্রান বিতরন, পটিয়া হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন ও আলাদা করোনা ওয়ার্ড স্থাপন করেন। এছাড়াও সংসদের অধিবেশন ও রাজনৈতিক কর্মসূচীতেও নিয়মিত অংশগ্রহন করেছেন।
মাননীয় হুইপ আলহাজ্ব শামশুল হক চৌধুরী দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসুক এই কামনা করছেন পটিয়ায় সর্বস্তরের জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। পটিয়ায় মসজিদ, মন্দির, গীর্জায় সকল ধর্মের লোক দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন।