নিজস্ব প্রতিবেদকঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাত করা মানে বাংলাদেশের স্বাধীনতা, দেশের জনগণের উপর আঘাত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। তিনি বলেন, জাতির পিতার ভাস্কর্যের উপর আঘাত কোনভাবেই সহ্য করা হবে না। ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা দেশের শান্তি নষ্ট করতে চাচ্ছে তাদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ধর্ম কারো কাছে লিজ দেওয়া হয়নি।
বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিসব উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র সেমিনার হলে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, ভাস্কর্য আর মূর্তি এক নয়। ভাস্কর্যের সাথে মূর্তি মিলানো যাবে না। বাংলাদেশের যে সংস্কৃতি রয়েছে তা ধ্বংস করতে দেয়া হবে না। প্রত্যেক দেশেই তাদের নিজেদের আলাদা সংস্কৃতি রয়েছে। যারা ধর্মের নামে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ধ্বংস করতে চায় তাদের যে কোন মূল্যে দেশের জনগণ প্রতিহত করবে।
তিনি আরো বলেন, আমাদের প্রকৌশলীরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে এসব ধর্ম ব্যবসায়ীদের দাঁত ভাঙ্গা জবাব দিবে আমাদের প্রকৌশলীরা।
বিপিপির সভাপতি অধ্যাপক ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিপিপির সাধারণ সম্পাদক এবং আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, প্রকৌশলী এস এম মনজুরুরল হক মঞ্জু, সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু) পিইঞ্জ., সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রতীক কুমান ঘোষ, প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, প্রকৌশলী মো. আবুল কালাম হাজারী, প্রকৌশলী মো. রনক আহসান, আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপিপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. নজরুল ইসলাম মিয়া।
এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র সামনে নবনির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, আইইবি সদর দফতর, আইইবি ঢাকা কেন্দ্রের নেতৃবৃন্দ।