Logo

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খুলশী থানা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মো মিজানুর রহমান , চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি / ৫০৩ বার
আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধিঃ- সারাদেশের সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িত সকল আসামি গ্রেফতার, দ্রুত বিচার ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা ও নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলশী থানা ছাত্রলীগ।
আজ বিকেলে নগরীর ২নং গেইট এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে ষোলশহর গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুলশী থানা ছাত্রলীগ নেতা
রিদওয়ান চৌধুরী, সারাফাতুল ইসলাম ইমন,শামীম,ইমন, নাতিক,সাইফুল,ইরফান, মুন্না, রাকিব, সৈকত,আবির, আনন্দ, সংগ্রাম,পাভেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে, সকল নির্যাতিত নারীর স্মরনে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই বক্তারা।

খুলশী থানা ছাত্রলীগ নেতা রিদওয়ান চৌধুরী বলেন, ধর্ষকদের কোন দল নেই, জাত নেই। ধর্ষকের পরিচয় কেবলই ধর্ষক। তাই সারাদেশে সংগঠিত সকল ঘটনার প্রতিবাদে ও সকল ধর্ষকদের ফাঁসির দাবিতে, আমাদের এই কর্মসূচি। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় খুলশী থানা ছাত্রলীগ সকল কর্মসূচি বাস্তবায়ন করবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com