ঢাকা মহানগর উত্তর প্রতিনিধিঃ- সারাদেশে ধর্ষণ ও শিশু নির্যাতন বন্ধের প্রতিবাদে মাধবপুরে সর্বস্থরের শিক্ষার্থীর ব্যানারে হবিগঞ্জ জেলা করোনা প্রতিরোধ সেচ্ছাসেবক টিমের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকালে “দেশ ও মা, নারী ও মা, নারীর গায়ে হাত দিও না” এ রকম বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের কয়েকশত শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ক সহ পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মানববন্ধন ও ধর্ষকদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন শেখ আরিয়ান রুবেল, শাহ ইফরান, প্লাবন দাশগুপ্ত, রনি আহম্মেদ, তানভীর, সিক্ত, মেহেদী, শাকিল আহম্মেদ।
বক্তারা বলেন, ধর্ষকের পরিচয় একটাই তারা ধর্ষক এদের কোন ধর্ম নাই, নাই কোন পরিচয়। নোয়াখালীর বেগমগঞ্জের নারী ধর্ষণসহ সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণ ও শিশু নির্যাতন বন্ধের দাবি এবং দোষীদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।