চট্টগ্রাম পাঁচলাইশ থানার প্রতিনিধিঃ- ভয়াবহ আগুনে চট্টগ্রাম বায়েজীদ থানার অন্তর্ভুক্ত অক্সিজেন,শহীদ নগর ৩ নং ওয়ার্ড়, গাউছিয়া মসজিদ সংলগ্ন একটি বাড়ি থেকে আগুন ভস্মিভুত হয়। এ সময় বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
আজ রবিবার (১৩ সেপ্টেম্বর ) রাত ৩ টার দিকে মশার কয়েল থেকে গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগে। এতে স্থানীয় গফুর এবং শাহীনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে অনেক মালামাল সামগ্রী পুড়ে যায়।
পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে সকাল সাড়ে ৪ টায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে মূহুর্তে পাশেবর্তী ঘরে আগুন ছড়িয়ে পড়ে। অধিকাংশ লোক ঘুমিয়ে থাকায় ঘরের মালামাল বের করতে পারেনি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।