নিজস্ব প্রতিবেদকঃঃ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মান এবং রূপকল্প -২০২১ ও ২০৪১ বাস্তবায়নের অংশ হিসেবে মুজিব বর্ষ উপলক্ষে ভূমি মন্ত্রণালয় বিদ্যমান সেবাসমূহের অধিকাংশ ডিজিটাল সেবায় রূপান্তর করার কাজ করে যাচ্ছে। জনগনের বহুল প্রত্যাশিত ই- নামজারি ও ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে চালু করে এবং তা সারাদেশে বাস্তবায়নের জন্য বিশ্বের সর্বোচ্চ সংস্থা জাতিসংঘ কর্তৃক ভূমি মন্ত্রণালয়কে অত্যন্ত মর্যাদাপূর্ন এবং বাংলাদেশ সরকারি দাপ্তরিক পর্যায়ে এই প্রথম ” United Nations Public Service Award -2020″ -এ ভূষিত করে।
১৭৭২ সালের ১৪ মে তারিখে তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস কর্তৃক কালেক্টর পদ সৃজনপর পর সুদীর্ঘ ২৪৪রের ভূমি রাজস্ব ব্যবস্থাপনোর ইতিহাসে ইহা সর্বোচ্চ স্বীকৃতি। এরকম স্বীকৃতি অর্জনের পর ভূমি মন্ত্রণালয় থেকে বিভিন্ন সহকারী উপসহকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট দের শুভেচ্ছা জানানো হয়।
এ সম্পর্কে সুনামগঞ্জের তাহিরপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ” এটা আমাদের জন্য অনেক বড় অর্জন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও দেশপ্রেমের ফল এই অর্জন । আমরা উনার স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবো এবং বিশ্বাস রাখি উনার হাত ধরেই দেশ এগিয়ে যাবে বহুদূর। ”
উল্লেখ্য যে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন এটুআই এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কারিগরি ও আর্থিক সহায়তায় এবং ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ০১ জুলাই ২০১৯ হতে দেশের তিনটি পার্বত্য উপজেলা ব্যাতিত সারা বাংলাদেশের বিভিন্ন উপজেলাতে “ই- নামজারি” কার্যক্রম চালু হয় ও বাস্তবায়িত হচ্ছে ।