চট্টগ্রাম প্রতিনিধিঃ ১৪মে,বৃহস্পতিবার সকাল ১০.৩০ ঘটিকায় গণভবন থেকে ৫০ লাখ সুবিধাভোগী পরিবারে সরাসরি নগদ অর্থ প্রেরণের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন করোনা পরিস্থিতিতে আরো ডাক্তার ও নার্স নিয়োগ দেওয়া হবে।
মাননীয় প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ এর কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। যাতে করোনা আক্রান্ত মানুষ যথাযথ ভাবে চিকিৎসা ও নার্সিং সেবা পায়।
তাই সেবা প্রদানের জন্য করোনা পরিস্থিতিতে আরোও ডাক্তার ও নার্স নিয়োগ দেওয়া হবে।
এরই মধ্যে স্বাস্থ্য অধিদফতরকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে তিনি আরো বলেন, অন্যান্য দেশে করোনাভাইরাস যেভাবে আক্রান্ত এবং মারা যাচ্ছে তার তুলনায় আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। এখন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
Ami diploma student ami kaj korte iccuk corono rugider bina mulle seba dite chai…plz amake sujog deoa hok
Thank u so much…amra 2018 er batch…akhono ek ta niyog o pai nai…amra shei protikkhai achi..