সাফিন আহমেদ বর্তমানে বাংলাদেশের একজন প্রখ্যাত ইংরেজি শিক্ষক।
ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলেই উনার ইংরেজি ক্লাস নিতে দেখেন। ইউটিউবের মাধ্যমে তিনি দেশের সকল জনগনের জন্য ইংরেজি শিক্ষার সুযোগ করে দিয়েছেন।
কিন্ত অনলাইনের সাফিন আহমেদ এর চেয়েও অফলাইনের সাফিন আহমেদ যেন আরো একজন সুন্দর বড় হৃদয়ের মানুষ! সাফিন আহমেদ তার ইউটিউব হতে উপার্জিত অর্থের মাধ্যমে দেশের দরিদ্র মানুষের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে থাকেন। যার বেশিরভাগই লোকচক্ষুর আড়ালে থেকেই তিনি করেন। সাফিন আহমেদ দরিদ্র-অসহায় মানুষ সহ রিকশচালক,ভ্যানচালক,দিনমজুর ভাইদের জীবিকার উন্নতির জন্য প্রায় সময় বিভিন্ন ভাবে সাহায্য করে যাচ্ছেন।মহামারী করোনাতে ও ভাইরাসকালীন সময়ে সাধারন অসহায় খেটে খাওয়া মানুষদের পাশে এসে দাড়িয়েছে সাফিন আহমেদ। এইসব ব্যাপারে সাফিন আহমেদ Engineers news24 কে জানান “মানুষের প্রতি ভালোবাসা থেকেই তিনি এমন মানব সেবা করে থাকেন।তিনি আরো জানান এভাবে যদি সবাই আমার মত এগিয়ে আসে ইনশাআল্লাহ বাংলাদেশে আর কোন মানুষ না খেয়ে কষ্ট পাবে না”। তিনি সবাইকে গরীব অসহায় খেটে খাওয়া মানুষের পাশে থাকতে অনুরোধ করেছেন।