রুহুল কাদের মানিক,ব্যুরো প্রধান ,কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার সদর উপজেলার খরুস্কুলে নব নির্মিত পৃথিবীর বৃহত্তম জলবায়ু উদ্ভাস্তুদের আশ্রয়কেন্দ্রের ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে উদ্ভোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী ।
জানাযায় ককসবাজারের উপকূলীয় বিভিন্ন এলাকা হতে জলবায়ু উদ্ভাস্তু হওয়া ৪৪০৯ টি পরিবারের জন্য সদর উপজেলার খুরুস্কুল এলাকায় অত্যাধুনিক বাডী নিরামাণের প্রকল্পের আওতাধীন ৬০০ পরিবারের মাঝে প্লাটের চাবি প্রদান করা হয় । এ সময় ককসবাজারের মাননীয় সাংসদ , সাইমুম সরওয়ার কমল । জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান , স্থানীয় নেত্রীবৃন্দ , প্রজাতন্ত্রের উর্ধ্বতন কর্মকতাগণ সহ মান্যগন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।