ডেস্ক রিপোর্টঃকরোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শ্বাসকষ্ট রোগীর সংখ্যা। কোথাও না কোথাও অক্সিজেনের অভাবে প্রতিদিনই মারা যাচ্ছেন শ্বাসকষ্টের রোগী। অন্যদিকে অক্সিজেন সিলিন্ডারের উচ্চমূল্যের কারণে অনেকের পক্ষে কেনা সম্ভবও হচ্ছে না জীবন রক্ষাকারী এই অক্সিজেন। অক্সিজেনের এই যখন অবস্থা তখনই চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহার করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন নিয়ে হাজির হয়েছে একটি মানবিক পরিবার হাজী আচন আলাী পরিবার।
আজ শনিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার শিকলবাহা এলাকায় ফ্রি অক্সিজেন জরুরী ওষুধ সরবরাহ সেবা কার্যক্রম উদ্বোধন করেন শিকলবাহার চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম, হাজী আছন আলী জামে মরজিদের মোতোয়াল্লী আব্দুর হামিদ মিয়া চৌধুরী, সেলিম চৌধুরী, হুমায়ুন চৌধুরী, হাজী বেলাল
হাজী আচন আলাী মসজিদের মোতোয়াল্লী আব্দুল হামিদ মিয়া চৌধুরী বলেন, এই করোনার ক্রান্তিলগ্নে শুরু থেকে চেষ্টা করেছি আমাদের পরিবারের পক্ষ থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।এখন চারিদিকে করোনার প্রদুর্ভার বৃদ্ধি পাওয়ায় অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে ফ্রি অক্সিজেন কার্যক্রম শুরু করছি। আগামীতে আরো সিলিন্ডার যুক্ত করব। আমাদের হটলাইন নম্বরে ফোন করলে আমাদের পরিবারের পক্ষ থেকে রোগীর ঘরে গিয়ে এই সেবা পৌঁছে দেব। আমাদের চেষ্টা থাকবে যাতে শিকলবাহার মানুষ যেন অক্সিজেন সংকটে মারা না যায়।যতদিন করোনার প্রদুর্ভার থাকবে ততদিন শিকলবাহার মানুষের পাশে থাকবে আমাদের পরিবার।