ব্যুরো প্রধান রাজশাহীঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ভাষা সৈনিক ও সাংবাদিক কামাল লোহানী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, আমৃত্যু অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে প্রগতিশীল আন্দোলনের অগ্র সেনানী শ্রদ্ধেয় কামাল লোহানী আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উনার মৃত্যুতে দেশের সকল স্তরের মানুষ গভীরভাবে শোকাহত।
শনিবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন কামাল লোহানী।
এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে তাকে আইসিইউতে নেওয়া হয়।
গত ১৭ জুন সকালে কামাল লোহানীকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।