ময়মনসিংহ মহানগর প্রতিনিধিঃ বাংলার বুক থেকে ঝড়ে পরলো আরেক বীর মুক্তিযোদ্ধা। ময়মনসিংহ সিটি কর্পোরেশের ৯নং ওয়ার্ড কালিবাড়ী এলাকার জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব রতন চন্দ্র দাস (রাধে শ্যাম) বার্ধক্যজনিত কারণে আজ ১৩ই জুন, শনিবার সকাল ৯.৩০ মিনিটে তার নিজ বাসায় ইন্তেকাল করেন। বীর মুক্তিযোদ্ধা রতন ছিলেন সেক্টর ১১ এর একজন বীর সৈনিক। রাষ্ট্রীয় মর্যাদায় দুপুর ২টার দিকে ময়মনসিংহের শশ্মান ঘাটে ময়মনসিংহ প্রশাসনের “গার্ড অফ ওনার” প্রদান করে শেষকৃত্য সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এসি ল্যান্ড জনাব এম. সাজ্জাদুল হাসান। তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। এবং তার এমন মৃত্যুতে ময়মনসিংহবাসী গভীর ভাবে শোকাহত।