ডেস্ক রিপোর্টঃ গতকাল বাংলাদেশ সরকারী কর্ম কমিশন এর নোটিশ বোর্ড ও তাদের ওয়েবসাইট এ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর বিভিন্ন পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নিম্নে পদ ও পদসংখ্যা উল্লেখ করা হলোঃ
#শিক্ষা_প্রকৌশল_অধিদপ্তর
১। সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)- ৪০ টি।
২। উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)- ৬০ টি।
৩। উপ-সহকারী প্রকৌশলী (যন্ত্র)- ০২ টি।
৪। ড্রাফটসম্যান (আর্কিটেকচার)- ২১ টি।
৫। এস্টিমেটর (সিভিল)- ০৩ টি।
#বাংলাদেশ_টেলিভিশন-
১। উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স)- ০১ টি।
#কৃষি_সম্প্রসারণ_অধিদপ্তর-
১। উপ-সহকারী কৃষি কর্মকর্তা (কৃষি ডিপ্লোমা)- ১৩৯৪ টি।
#টেকনিক্যাল_ট্রেনিং_সেন্টার(টিটিসি)-
১। ইন্সট্রাক্টর (সকল ডিপার্টমেন্ট)- ৫৫ জন (১ বছরের অভিজ্ঞতা)।
২। সিনিয়র ইন্সট্রাক্টর (সকল ডিপার্টমেন্ট)- ৩১ জন (৩ বছরের অভিজ্ঞতা)।
৩। স্টাফ ট্রেইনার (সকল ডিপার্টমেন্ট)- ০২জন (৪ বছরের অভিজ্ঞতা)।
আবেদন ফিঃ ৫০০/- এবং আবেদনের সময়সীমাঃ ০৮/০৬/২০- ২৬/০৭/২০
এছাড়া আরও কিছু অভিজ্ঞতা সম্পন্ন পদ রয়েছে।
বিস্তারিত লিংকঃ http://www.bpsc.gov.bd