ডুয়েট প্রতিনিধিঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) অফিশিয়াল কার্যক্রম শুরু হয়েছে আজ। তবে বন্ধ থাকবে একাডেমিক কার্যক্রম।
স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে বিশ্ববিদ্যালয় স্বার্থে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ৩০ মে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার সাক্ষরকৃত এক জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এখন থেকে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ যথারীতি চালু থাকবে।
সর্দি, কাশি ইত্যাদিতে আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীগণের ক্ষেত্রে অফিশ আদেশ শিথিল রয়েছে। তাঁদের অফিসে না আসার কথা বলা হয়েছে।