ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গাজীপুরে বৃহত্তর বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সংগঠন “চন্দ্রদ্বীপ” এর নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। চতুর্থ বর্ষের অমিত রায়কে সভাপতি এবং তৃতীয় বর্ষের মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে কমিটি ঘোষনা করা হয়।
০৩-০৪-২০২১ তারিখ শনিবারে উক্ত সংগঠনের ঘোষনাকৃত ২৫ তম কমিটিতে আরোও রয়েছে সিনিয়র সহ সভাপতি রাহাত খান সুজন ও মাজাহারুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক মো: রাব্বী সহ অনেকে।
সংগঠনের সদ্য সাবেক সভাপতি মাহমুদ হাসান মান্না জানান যোগ্য নেতৃত্ব ও ভ্রাতৃত্ব বোধের মেলবন্ধনে এগিয়ে যাবে চন্দ্রদ্বীপ।চন্দ্রদীপের নতুন সভাপতি অমিত রায় জানান নেতৃত্বে নির্মল , প্রতিবাদে সোচ্চার , ভ্রাতৃত্বে সবার এই প্রতিপাদ্য ধারন করে সংগঠনের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে সংগঠনের কাজ। নব গঠিত কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কিছু সম্ভব নয়।আমরা সবাই মিলেই চন্দ্রদ্বীপ পরিবার। তিনি সংগঠনের সকলের সহযোগীতা কামনা করেন। সংগঠনের সাধারন সম্পাদক মেহেদী হাসান জানান সংগঠনের ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে সংগঠন।আমাদের ভালভাবে লেখাপড়া করে দেশ ও জাতির কল্যানে কাজ করতে হবে।দেশে ডুয়েটের ভাব মুর্তি বৃদ্ধি করতে চন্দ্রদ্বীপ অগ্রনী ভুমিকা পালন করবে।
কমিটি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রদীপের আজীবন সদস্য ,উপদেষ্টা মন্ডলী , সাবেক সাধারন সম্পাদক মন্ডলী এবং সিনিয়র নেতৃবৃন্দ।