জুড়ী(মৌলভীবাজার) প্রতিনিধিঃ বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
পুরাতন কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি অভিজাত হোটেলে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র সাংবাদিক এবি এম নুরুল হক কে সভাপতি এবং সিনিয়র সাংবাদিক এম, এম, সামছুল ইসলাম কে সাধারন সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ১৩-সদস্য বিশিষ্ট (২০২১-২৩) ত্রিবার্ষিক নতুন কমিটি গঠন করা হয়।
জুড়ী প্রেস ক্লাব ও জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক এম এম সামছুল ইসলামের প্রাণবন্ত উপস্থাপনায় এবং সিনিয়র সাংবাদিক এবি এম নুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জায়েদ আনোয়ার চৌধুরী, সাংবাদিক জালাল, প্রমূখ।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতিঃ ফখরুল ইসলাম সহ-সভাপতি জায়েদ আনোয়ার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদকঃ জাকির হোসেন মনির, সাংগঠনিক সম্পাদকঃ শাহ ইমরান মিরণ, সহ-সাংগঠনিক সম্পাদকঃ কামরুল ইসলাম, অর্থ সম্পাদকঃ আবু ইউসুফ, দপ্তর সম্পাদকঃ হাসান তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ জাকির হোসেন,সদস্যঃ জালালুর রহমান, এবাদুর রহমান, ইকবাল।